টি২০ বিশ্বকাপ ক্রিকেট ২০২১ সময়সূচী
আইসিসি টি২০ বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট (পুরুষ) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত বছর অস্ট্রেলিয়ায় । কিন্তু তখন করোনাভাইরাসের মহামারির কারণে টুর্নামেন্টটি ২০২১ এ নিয়ে আসে । এবার ১৭ অক্টোবর এবারের টি ২০ বিশ্বকাপ ক্রিকেট খেলা শুরু হবে এবং ১৪ নভেম্বরে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে । T20 World cup 2021
সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে এই টি২০ বিশ্বকাপ ২০২১ অনুষ্ঠিত হবে । এই টি২০ বিশ্বকাপে মোট ১৬টি দল অংশ নেবে। এতে ম্যাচের সংখ্যা হবে ৪৫ টি। ২০২১ এর বিশ্বকাপ টি টোয়েন্টি আসরের সুপার টুয়েলভ পর্বে ৮টি দল সরাসরি খেলার সুযোগ পাচ্ছে। এর পুর্বে প্রথম রাউন্ড খেলা হবে। এর প্রথম রাউন্ডে রয়েছে আরও ৮টি দল। তবে এই ৮টি দলের মধ্য থেকে চারটি দল সুপার টুয়েলভ এ খেলার সুযোগ পাবে।
এবার তাহলে চলুন জেনে আসি ২০২১ এর টি২০ বিশ্বকাপ এ কোন দলগুলো খেলছেঃ
- বাংলাদেশ
- ওমান
- স্কটল্যান্ড
- শ্রীলংকা
- পাপুয়া নিউগিনি
- নেদারল্যান্ড
- আয়ারল্যান্ড
- নামিবিয়া
এদের মধ্য থেকেই সুপার টুয়েলভ পর্বে ৪টি দল খেলার সুযোগ পাবে। সুযোগ পাওয়া চারটি দলগুলোই রাউন্ড ১ এ খেলবে । নিচে থেকে জানুন আরও ৮টি দলের নাম যারা সরাসরি সুপার টুয়েলভ পর্বে খেলবে। এই দল গুলোর আন্তর্জাতিক র্যাংকিং স্কোর ভালো থাকার কারণে দলগুলো সরাসরি টুর্নামেন্টের সবচেই উত্তেজনাপূর্ণ পর্ব থেকে খেলতে পারছেন। দলগুলোর নাম নিচে দেওয়া হলোঃ
- আফগানিস্তান
- ইংল্যান্ড
- সাউথ আফ্রিকা
- অস্ট্রেলিয়া
- ভারত
- নিউজিল্যান্ড
- ওয়েস্ট ইন্ডিজ
- পাকিস্তান
যেসব স্টেডিয়ামে গুলোতে খেলা হবে টি২০ বিশ্বকাপ ২০২১
এবারের টি ২০ বিশ্বকাপ ২০২১ খেলা অনুষ্ঠিত হবে সর্ব মোট ৪টি স্টেডিয়ামে । এগুলো নিচে দেওয়া হলোঃ
- শারজা স্টেডিয়াম
- ওমান ক্রিকেট একাডেমী গ্রাউন্ড, মাস্কাট
- দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম
- শেখ জায়েদ স্টেডিয়াম, আবু ধাবি
টি২০ বিশ্বকাপ ক্রিকেট লাইভ দেখবেন কিভাবে?
এবারের ২০২১ বিশ্বকাপ ক্রিকেট টি২০ খেলা লাইভ দেখা যাবে ইন্টারনেটে এবং টিভিতে । তাছারা রেডিওতেও লাইভ ধারাভাষ্য শোনা যাবে। এবংকি বিভিন্ন ওয়েবসাইটেও লাইভ স্কোর তো থাকবেই। বিশ্বকাপ টি ২০ খেলা লাইভ দেখার উপায় শীঘ্রই জানানো হবে যার জন্য আমাদের সাথেই থাকুন!
২০২১ সালে টি ২০ বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?
টি ২০ বিশ্বকাপ ক্রিকেট ২০২১ অনুষ্ঠিত হতে যাচ্ছে সংযুক্ত ওমানে এবং আরব আমিরাত এ, অর্থাৎ দুটি দেশে। সংযুক্ত আরব আমিরাতের তিনটি শহরে (দুবাই, শারজা, ও আবু ধাবি) এবং ওমানের রাজধানী মাসকাটে অনুষ্ঠিত হবে।
এবার চলুন জেনে নিই টি২০ বিশ্বকাপ ক্রিকেট ২০২১ এর সময়সূচী
টি২০ বিশ্বকাপ ২০২১ সময়সূচী নিচে দেওয়া হলোঃ
নিচের ছবিতে লক্ষ্য করুন বাংলাদেশের সময় এবং খেলা যে মাঠে হবে সেই মাঠের স্থানীয় সময়ও দেয়া আছে। আপনারা লক্ষ্য করুন নিচের ছবিতে যেখানে BDT লেখা আছে তার মানে বুঝানো হয়েছে বাংলাদেশ টাইম অর্থাৎ বাংলাদেশি সময়। 15 BDT মানে হচ্ছে বাংলাদেশ সময় বিকাল তিনটা। যেখানে লেখা আছে 16 BDT তার মানে হচ্ছে বিকাল চারটা বাংলাদেশ সময়। আসা করছি বুঝতে পারবেন ।

আইসিসি টি ২০ বিশ্বকাপ নিয়ে আরও কিছু প্রয়োজনিয় তথ্য যা অনেকেই সচরাচর জিজ্ঞাসা করছে ।
এবারে অর্থাত এবছরে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ আসরে মোট ১৬টি দল খেলবে। টুর্নামেন্টের প্রথমেই রাউন্ড ১ এর সেরা চারটি দল এসে সুপার-১২তে যোগ দিবে। এবার ওয়ার্ল্ড র্যাংকিং এ শীর্ষে থাকা ৮টি দল সরাসরি সুপার-১২ পর্বে খেলবে।
এবার কারা হবে আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২১ চ্যাম্পিয়ন? এই আইসিসি বিশ্বকাপ টি টোয়েন্টি টুর্নামেন্ট নিয়ে আপনার ভাবনা কী? আপনার মতামত কমেন্টে আমাদের জানাবেন অবস্যই
১৭ই অক্টোবর ২০২১ তারিখে আইসিসি টি ২০ বিশ্বকাপ ২০২১ (পুরুষদের) টুর্নামেন্ট শুরু হচ্ছে । ঐদিন ওমান বনাম পাপুয়া নিউগিনির খেলা দিয়ে শুরু হবে এবারের আসর। একই দিনে বাংলাদেশ বনাম স্কটল্যান্ডের খেলাও রয়েছে।
আসাকরি আমাদের লেখাটি ভালো লাকবে আপনাদের মতামত যানাবেন । ভুল ত্রুটি খমার চোখে দেখবেন ।