Bangladesh Post Office job circular 2021
বাংলাদেশ ডাক বিভাগ এর কাজ হচ্ছে বাংলাদেশের ডাক পরিসেবা প্রধানের জন্য দায়িত্বপ্রাপ্ত । বাংলাদেশের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয় এর একটি অধিদপ্তর এটি । বাংলাদেশ ডাক বিভাগে পোস্টমাষ্টার জেনারেল দক্ষিণাঞ্চল , খুলনার বিভিন্ন্ বাংলাদেশ ডাক বিভাগের শুন্য পদসমূহে জনবল নিয়োগের ভিজ্ঞপ্তি প্রকাশ করেছে । বাংলাদেশ ডাক বিভাগ ১০টি পদে মোট ৪৫ জনকে নিয়োগ নিবে । পদ গুলোতে পুরুষ ও নারী উভই আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারবেন । বিজ্ঞপ্তিটি বিস্তারিত নিচে দেওয়া হল ।
পদের নামঃ মেইল গার্ড
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি পাশ ।
পদের সংক্ষ্যাঃ ১২টি
পদের নামঃ ওয়ারমেন
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি পাশ ।
পদের সংক্ষ্যাঃ ০১টি
পদের নামঃ আর্মড গার্ড
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি পাশ ।
পদের সংক্ষ্যাঃ ০১টি
পদের নামঃ প্যাকার
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি পাশ ।
পদের সংক্ষ্যাঃ ০৪টি
পদের নামঃ অফিস সহায়ক
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি পাশ ।
পদের সংক্ষ্যাঃ ১১টি
পদের নামঃ এটেনডেন্ট
শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেনী পাশ ।
পদের সংক্ষ্যাঃ ০১টি
পদের নামঃ রানার
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি পাশ ।
পদের সংক্ষ্যাঃ ০৪টি
পদের নামঃ নিরাপত্তা প্রহরি
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি পাশ ।
পদের সংক্ষ্যাঃ ০৬টি
পদের নামঃ গার্ডেনার (মালি)
শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেনী পাশ ।
পদের সংক্ষ্যাঃ ০১টি
পদের নামঃ পরিচ্ছন্নতা কর্মী
শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেনী পাশ ।
পদের সংক্ষ্যাঃ ০৫টি
আবেদন শুরুর সময়ঃ ২০ জুন ২০২১ তারিখ সকাল ১০.০০ টা থেকে আবেদন করা যাবে ।
আবেদনের শেষ সময়ঃ ২০ জুলাই ২০২১ তারিখ বিকাল ০৫.০০ টা পর্যন্ত আবেদন করা যাবে ।
আবেদনের নিয়মঃ আপনিও চাইলে আবেদন করতে পারেন এই http://pmgsck.teletalk.com.bd/ ওয়েব সাইটের মাধ্যমে ।



post office job