বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি Bangladesh Railway Job Circular 2022 job easy tricks
বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি Bangladesh Railway Job Circular 2021
Bangladesh Railway Job Circular 2022
নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ বাংলাদেশ রেলওয়ের স্থায়ী শূন্যপদ সমূহে সরাসরি জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিতে গেইটম্যান পদে বাংলাদেশ রেলওয়ে মোট ৬৮৪ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির পদসমূহে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন (পাবনা ও লালমনিরহাট জেলা ব্যতীত)। এই বিজ্ঞপ্তির পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। এই পদে আগ্রহী হলে অনলাইনে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত নিচে দেওয়া হল।
পদের নাম সমূহ: গেইটম্যান (ট্রাফিক)
পদ সংখ্যা মোট: ৬৮৪ টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাশ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।
অনলাইনে আবেদন শুরুর সময়: ০৬ জুন ২০২২ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
অনলাইন আবেদনের শেষ সময়: ১৮ জুলাই ২০২২ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।
অনলাইনে আবেদনের নিয়ম:আগ্রহীপ্রার্থীরাঅনলাইনে http://br.teletalk.com.bd ওয়েবসাইটেরমাধ্যমেআবেদনকরতেপারবেন।
Bangladesh Railway Job Circular 2022



- Bollywood king Shah Rukh Khan Lifestyle 2023 Watch & Read Now
- Top Cryptocurrency companies list 2023
- Realme 10 Pro series comes with a new challenge for Xiaomi
- রেডমি এ১+ শাওমির ফোনটি এলো অত্যন্ত কম দাম নিয়ে
- Realme 8 Price in Bangladesh 2022 – Full phone specifications
অন্যান্য তথ্য
- বাংলাদেশ রেলওয়ে তে চাকরির জন্য আবেদন করতে পারবেন বাংলাদেশের প্রায় সকল জেলার লোক তবে কিছু জেলা বাদ পরেছে। শুধুমাত্র লালমনিরহাট ও পাবনা জেলার সাধারণ প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। তবে এ দুটি জেলার এতিম এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
- চাকরিরত কোন প্রার্থী যদি আবেদন করতে চান করতে পারবেন। তবে সঠিক কর্তৃপক্ষের মাধ্যমে তা করতে হবে।
- চাকরিরত প্রার্থীগণ আবেদন ফরম পূরণের সময় Departmental Candidate অপশনে টিক দিবেন অবস্যই। তবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে দিতে হবে না।
- পয়েন্টস ম্যান পদে নিয়োগের ক্ষেত্রে সরকার প্রদত্ত সকল বিধি-বিধান অনুসরণ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
- যে কোন প্রয়োজনে কর্তৃপক্ষ শূন্য পদের সংখ্যা বাড়াতে কিংবা কমাতে পারবেন। চাইলে Bangladesh railway niyog 2021 -ও বাতিল করতে পারবেন। কর্তৃপক্ষ এই অধিকার রাখেন।
- নিয়োগ সংক্রান্ত কোন বিষয়ে কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
আবেদন ফি
পয়েন্ট ম্যান পদের বিপরীতে আবেদন করতে চাইলে আবেদন ফি হিসেবে মোট ৫৬/- টাকা দিতে হবে। আবেদন ফি দিতে হবে ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যেই।
আবেদন ফি জমাদান পদ্ধতি
অনলাইনে আবেদন ফরম সঠিক ভাবে পূরণ করে সাবমিট করলে প্রার্থী একটি Applicant’s Copy পাবেন। Applicant’s Copy তে থাকা User ID ব্যবহার করে আবেদন ফি জমা দিতে হবে।
নিম্নোক্ত পদ্ধতিতে Teletalk Pre-paid SIM থেকে মাত্র ০২টি SMS করে আবেদন ফি জমা দিতে পারবেন। পদ্ধতিটি বাংলাদেশ রেলওয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2021 থেকে নেওয়া। নিচে হুবহু তলে ধরা হলো।
- প্রথম SMS: টাইপ করুন BRPM <স্পেস> User ID লিখে 16222 নম্বরে SMS পাঠান।
- দ্বিতীয় SMS: পুনরায় টাইপ করুন BRPM <স্পেস> Yes <স্পেস> PIN লিখে 16222 নম্বরে SMS পাঠান।
উল্লেখ্য, প্রথম SMS পাঠানো হলে একটি PIN নম্বর আপনাকে দেওয়া হবে। দ্বিতীয় SMS এ PIN নম্বরটি ব্যবহার করতে হবে। সিমে পর্যাপ্ত পরিমাণ টাকা রেখে উপরুক্ত নিয়ম SMS দু’টি পাঠালে আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। আপনাকে একটি কনফার্মেশন ম্যাসেজে আবেদন সম্পন্ন হওয়ার বিষয়টি জানিয়ে দেওয়া হবে। সাথে একটি Password ও দেওয়া হবে।
রেলওয়ে প্রবেশপত্র ডাউনলোড
রেলওয়ে প্রবেশপত্র প্রকাশিত হলে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ডাউনলোড করতে পারবেন এই br.teletalk.com.bd ওয়েবসাইট ভিজিট করে।
প্রবেশপত্র ডাউনলোডের জন্য যখন এভাইলেবল হবে, উক্ত লিঙ্কে প্রবেশ করে User ID এবং Password এন্টার করে ডাউনলোড করতে পারবেন।
তবে অযোগ্য বলে বিবেচিত প্রার্থীদের এডমিট কার্ড সংক্রান্ত কোন SMS দেওয়া হবে না।
bangladesh railway job circular 2022
চাকরির খবর ২০২২
job circular 2022
চাকরির খবর ২০২২ , চাকরির খবর, চাকরির পত্রিকা আজকের, আজকের চাকরির খবর, আজকের চাকরির পত্রিকা, চাকরির পত্রিকা, চাকরির খবর, bd govt jobs, all jobs bd newspaper, চাকরির খবর পত্রিকা, চাকরির খবর ২০২২ সরকারি, চাকরির খবর ২০২২, চাকরির খবর, চাকরির খবর bd jobs, চাকরির খবর.com, সাপতাহিক চাকরির খবর.com, সপ্তাহিক চাকরির খবর চাকরির খবর ২০২২ সরকারি, সরকারী চাকরির খবর, চাকরির খবর প্রথম আলো, চাকরির বাজার, আজকের চাকরির খবর, চাকরির ডাক, চাকরির পত্রিকাআজকের, নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, নিয়োগ বিজ্ঞপ্তি 2022, daily education, bd job circular 2022, job circular 2022 , govt job circular 2022 railway job circular 2022 apply railway circular 2022 নিয়োগ বিজ্ঞপ্তি 2022
One Comment