রেডমি এ১+ শাওমির ফোনটি এলো অত্যন্ত কম দাম নিয়ে

রেডমি এ১ প্লাস ফোনটির স্পেসিফিকেশন কিছুদিন আগে ফাঁস করে, যেটা নিয়ে আমরা সবাই আলোচনা করেছিলাম। তারই মধ্যো অবশেষে ভারতের বাজারে এবার চলে এলো এন্ট্রি-লেভেলের শেরা বাজেট শাওমি ফোন, রেডমি এ১ প্লাস। এ ফোনটি দেখতে অন্যসব বাজেট ফোনের চেয়ে এগিয়ে থাকবে।
রেডমি এ১ প্লাস আমাদের জন্য কিন্তু সম্পূর্ণ নতুন কোনো ফোন হিসেবে ভাবলে চলবেনা। মূলত এটি শুধু রেডমি এ১ এর সাথে রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ৩জিবি র্যাম অপশন যোগ হয়েছে আমাদের ভাবনা চিন্তার এই নতুন রেডমি এ১ প্লাস ফোনটিতে। রেডমি এ১ ফোনটিতে ২জিবি র্যাম এবং ৩২জিবি স্টোরেজ রয়েছে, এই ফোনটি ভারতের বাজারে ৬,২৯৯রুপি দামে পাওয়া যাচ্ছে। বাংলাদেশে কোথাও কোথাও এই ফোনটি পাওয়া যাচ্ছে ।
আমাদের ভাবনা চিন্তার নতুন ফোনটি চলবে মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর ও অ্যান্ড্রয়েড ১২ গো ভিত্তিক মিইউআই ১২ দ্বারা। রেডমি এ১ প্লাস ফোনটিতে ৬.৫২ইঞ্চির এইচডি+ ডিসপ্লের ফোন, ৫মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। ফোনের ব্যাক প্যানেলে লেদার টেক্সচার ফিনিশ রয়েছে, যেখানে এর ৮মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও সেকেন্ডারি QVGA ক্যামেরা এর ডুয়াল ক্যামেরা সিস্টেম রয়েছে।

রেডমি এ১ ফোনটি ভারতের বাজারে আসে গেল মাসে। মাস পের হতে না হতে এবার প্লাস মডেলটি এশিয়ার বাজারে নিয়ে আসে শাওমি কোম্পানি। ফোনটি পাওয়া যাবে ২জিবি র্যাম এবং ৩২জিবি স্টোরেজ, ও ৩জিবি র্যম এবংকি ৩২জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে।
আমাদের বাজেট এর মধ্যই ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক পেয়ে যাচ্ছেন। রেডমি এ১ প্লাস ফোনটির বক্সে পেয়ে যাবেন ১০ওয়াট এর চার্জার। তাছারা ফিচারের মধ্যে আরো রয়েছে ৫১২জিবি পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহারের সুবিধা তো থাকছে। এছারা এ ফোনে রইয়েছে ৫০০০মিলিএম্প এর ব্যাটারি রয়েছে ব্যবহার কারির জন্য।
রেডমি এ১ প্লাস এর দামঃ
- ২জিবি র্যাম এবং ৩২জিবি স্টোরেজ মডেলের দামঃ বাজেটের মধ্যো ৭,৪৯৯রুপি / ৯১ডলার
- ৩জিবি র্যাম ও ৩২জিবি স্টোরেজ মডেলের দামঃ বাজেটের মধ্যো ৮,৪৯৯রুপি / ১০৩ডলার
রেডমি এ১ প্লাস ফোনটির উভয় মডেলে ৫০০রুপি ছাড় দেওয়া হয়েছে ভারতের দীপাবলি উৎসব উপলক্ষ্যে । বেশ কয়েকটি কালার পাওয়া যাচ্ছে ব্ল্যাক, ব্লু, লাইট ব্লু, লাইট গ্রিন, এই কয়টি কালারে পাওয়া যাবে রেডমি এ১ প্লাস। যেহেতু রেডমি এ১ প্লাস শাওমির আমাদের বাজেট ফোন, তাই আশা করা যায় চাহিদার কথা বিবেচনা করে দেশের বাজারে রেডমি এ১ প্লাস ফোনটি নিয়ে আসতে পারে শাওমি।